বাংলায় ঢুকল বর্ষা। কলকাতা-সহ রাজ্য়ের অধিকাংশ জেলায় পা রেখেছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বর্ষা ঢুকেছে।
এদিন বৃষ্টি দিয়েই সকাল শুরু হয়েছে কলকাতা ও তার সংলগ্ন এলাকার। দিনভর বৃষ্টি হয়েছে রাজ্য়ের বিভিন্ন প্রান্তেও। বর্ষার আগমন প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্য়োপাধ্য়ায় জানিয়েছেন, ''আগামী ৪৮ ঘণ্টায় বাংলার বাকি অংশে বৃষ্টি শুরু হবে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে''।
আরও পড়ুন: বাংলায় করোনায় রেকর্ড সংক্রমণ, একদিনে আক্রান্ত ৪৭৬
তিনি আরও জানিয়েছেন, ''উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।ওড়িশা ও অন্ধ্র উপকূলে নিম্নচাপ রয়েছে, ফলে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে, সে কারণে, আগামী ২৪ ঘণ্টায় ওড়িশা উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে মৎস্য়জীবীদের''।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন