IMD Weather Update Today February 1: ফের একবার শীতের মরশুমে রাজ্যে বৃষ্টি (Rainfall)। বুধবার রাতেই উত্তর ২৪ পরগনা-সহ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা (Rainfall Forecast) রয়েছে। শহর কলকাতায় (Kolkata) সকাল থেকেই মেঘলা আকাশ। তবে কি অসময়ের এই বৃষ্টির হাত ধরেই এবারের মতো শীতের বিদায়? নাকি এই পর্বে বৃষ্টির পালা চুকলেই ফের একবার শীতের কামড় বাড়বে! জেনে নিন আবহাওয়ার (Weather) একেবারে লেটেস্ট আপডেট।
শীতের মরশুমে এবছর কয়েকদফায় বৃষ্টি দেখেছে বাংলা। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কয়েক পর্বে চলতি শীতে বৃষ্টি হয়েছে। এবার ফের একবার বৃষ্টির জোরালো সম্ভাবনা জেলায়-জেলায়। গতকাল রাত থেকেই বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…
চলতি শীতের মরশুমে কয়েক পর্বে ঠান্ডার স্পেল পেয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে শীতে জবুথুব দশা টের পেতে হয়নি। এখনও পর্যন্ত আবহাওয়ার যা পরিস্থিতি তাতে ফেব্রুয়ারি মাসেও শীতের প্রবল দাপটের অনুভূতি মেলার সম্ভাবনা আর নেই বললেই চলে। উল্টে ফের একবার বৃষ্টি জেলায়-জেলায়। গতকাল রাতেই উত্তর ২৪ পরগনা-সহ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবারও একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। আজ নদিয়া ও দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে। আপাতত আগামিকাল শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। প্রায় সব জেলাতেই তাপমাত্রা বাড়বে।
আরও পড়ুন- Budget 2024 Live Updates: লোকসভা ভোটের আগে শেষ বাজেট, গগনচুম্বী প্রত্যাশায় বুক বেঁধে দেশবাসী!
কলকাতার আবহাওয়ার খবর…(Kolkata Weather)
শহর কলকাতায় বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ। তিলোত্তমা মহানগরীতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতার তাপমাত্রা বাড়বে। নতুন করে কলকাতা শহরে শীতের জোরালো কামব্যাক হওয়ার সম্ভাবনাও বেশ কম বললেই মনে করছেন আবহাওয়াবিদরা।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে কুয়াশার দাপট আরও বাড়বে। বিশেষ করে মালদা, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহারে ঘন কুয়াশার (Fog) চাদর দেখা যেতে পারে। আগামিকাল পর্যন্ত উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পঙে (Kalimpong) শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি দার্জিলিঙের উঁচু এলাকাগুলিতে ফের একবার তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে।