Bengal Weather Update: আবারও দুর্যোগের আশঙ্কা বাংলায়। চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে। তারই জেরে ফের একবার প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। যদিও এব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট তথ্য মেলেনি। তবে আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরাও। পুজোর আগে আজ ফের একটা রবিবার। ছুটির রবিবার ভেস্তে দিতে আজও কোমর বাঁধছে বৃষ্টি? আবহাওয়ার বিস্তারিত আপডেট জেনে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট…
নিম্নচাপের জেরে টানা কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে ছিল বৃষ্টির দাপট। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির দাপট কিছুটা কমবে। যদিও আগামিকাল সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
এবছর উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার স্বাভাবিক বৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আজ রবিবারও উত্তরবঙ্গের দুই পার্বত্য এলাকার জেলা দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতেও। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
আজ কেমন থাকবে কলকাতার ওয়েদার?
পুজোর আগে আজ ফের একটা রবিবার। অনেকেই শহর কলাকাতার বিভিন্ন প্রান্তে পুজোর শপিংয়ের প্ল্যান করেছেন। আববহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা লাগোয়া জেলাগুলিতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আজ কলকাতায় পুজোর শপিংয়ের প্ল্যান থাকলে সঙ্গে ছাতা বা রেনকোট নিতে ভুলবেন না।