Advertisment

আজও পিছু ছাড়বে না বৃষ্টি, দিনভর কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

একটানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
raining will be going on another 5 days in west bengal weather forecast

এবছরের মতো মা দুগ্গা বিদায় নিলেও বৃষ্টির বিদায় এখনই নয়।

একটানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এখনই বৃষ্টি কমার কোনও লক্ষ্ণণ নেই দক্ষিণবঙ্গে। তবে আগের চেয়ে বৃষ্টির পরিমাণ কমবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

Advertisment

মৌসুমী অক্ষরেখার দাপটে গত কয়েকদিন দফায়-দফায় ভারী বৃষ্টি দেখেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। যার জেরে বেশ কয়েকটি জেলায় জলমগ্ন পরিস্থিতিও তৈরি হয়েছে। তবে বুধবার বিকেলর পর থেকে বৃষ্টির পরিমাণ কমেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শহর কলকাতাতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- কলকাতার ভোটারদের তুলোধনা!, কোন যন্ত্রণা আড়াল করতে চাইলেন দিলীপ ঘোষ?

এখনও পর্যন্ত আবহাওয়ার যা গতি-প্রকৃতি তাতে চলতি সপ্তাহে নতুন করে আবহাওয়ার বড়সড় বদল হওয়ার সম্ভাবনা কম। সপ্তাহের শেষ কয়েকদিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা-মাঝারি বৃষ্টি চলবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবার বৃষ্টির পরিমাণ কমবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Rainfall in Kolkata Weather Report Rainfall in Bengal
Advertisment