Bengal Weather Update: শেষবেলায় সত্যিই খেলা জমিয়ে দিচ্ছে বর্ষা। দফায়-দফায় বৃষ্টি উত্তর থেকে দক্ষিণের জেলাগুলিতে। সপ্তাহের শুরুতেও বৃষ্টি জারি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বৃষ্টি চলবে। একাধিক জেলায় আজও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দিন কয়েকেই আবহাওয়ায় বড়সড় বদল আসতে চলেছে। কী সেই বদল? জেনে নিন বিস্তারিত।
জেনে নিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবারেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ জেলায় জেলায়। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ায় কিছুটা বদল আসতে চলেছে। মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার আবহাওয়ায় ব্যাপক বদল আসতে পারে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ কেমন থাকবে কলকাতার ওয়েদার?
শহর কলকাতায় সোমবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। আজ মহানগরীতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ কমবে। পাল্লা দিয়ে বাড়তে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আরও পড়ুন- শেষ পর্যন্ত এসএসকেএমে যেতে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে! আবার কী ঘটল?
জেনে নিন উত্তরবঙ্গের আবাহাওয়ার আপডেট…
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় কম-বেশি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং এবং কালিম্পঙে আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টি হবে মালদা এবং দুই দিনাজপুরেও। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে।
আরও পড়ুন- ‘কলকাতার ভদ্রবাবুরা শান্তিনিকেতনে গরুর গাড়ি আর মাটির বাড়ি দেখতে আসেন’, অকপট উপাচার্য
এবছর উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার স্বাভাবিক বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সব জেলাতেই বৃষ্টির ঘাটতি রয়ে গিয়েছে। আষাঢ়-শ্রাবণ জুড়ে বর্ষার স্বাভাবিক বৃষ্টি পায়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভাদ্র মাসেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হাত গুটিয়েই ছিলেন বরুণদেব। তবে আশ্বিনের শুরুতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা হলেও বৃষ্টি বেড়েছে। তবে এতে বর্ষার স্বাভাবিক বৃষ্টির ঘাটতি মিটবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।