পুজোর মুখে মারকাটারি বৃষ্টি শহর থেকে জেলায়! তুমুল এই দুর্যোগ চলবে কতদিন?

মুষলধারে বৃষ্টি রাজ্যজুড়ে। শহর কলকাতা থেকে জেলা, সর্বত্র বৃষ্টির জেরে জলমগ্ন দশা।

মুষলধারে বৃষ্টি রাজ্যজুড়ে। শহর কলকাতা থেকে জেলা, সর্বত্র বৃষ্টির জেরে জলমগ্ন দশা।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal kolkata weather rainfall forecast 3 october 2023

জলমগ্ন শহর কলকাতা।

মুষলধারে বৃষ্টি রাজ্যজুড়ে। শহর কলকাতা থেকে জেলা, সর্বত্র বৃষ্টির জেরে জলমগ্ন দশা। এখনই কাটবে না দুর্যোগ। ভারী থেকে আরও অতি ভারী বৃষ্টিতে ভাসবে জেলার পর জেলা। একাধিক জেলায় জারি কমলা সতর্কতা। সব মিলিয়ে শারদোৎসবের মুখে টানা বৃষ্টিতে চিন্তার ভাঁজ পুজো উদ্যোক্তাদের কপালেও। দুর্যোগের এই পালা চলবে কতদিন? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

কতদিন পর্যন্ত চলবে দুর্যোগ?

Advertisment

আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য বলছে, এই পর্বে আগামী ৫ অক্টোবর পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এই ৫ তারিখ পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে। কোনও কোনও জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। মুষলধারে বৃষ্টির জেরে নীচু এলাকাগুলি জলমগ্ন হবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট…

আজ অর্থাৎ মঙ্গলবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। এরই পাশাপাশি বুধবারেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে। টানা বৃষ্টির জেরে সমুদ্র উত্তাল রয়েছে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট…

Advertisment

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তুমুল বৃষ্টির পূর্বাভাস। আজ অর্থাৎ মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামিকালও। বুধবার কোচবিহার, জলাইগুড়ির পাশাপাশি আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন- স্বস্তির খোঁজে অভিষেক, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ চ্যালেঞ্জ করে নয়া পদক্ষেপ

কলকাতার আবহাওয়ার আপডেট…

পুজোর মুখে কলকাতাতেও চলছে দফায়-দফায় বৃষ্টি। আজও দিনভর শহর কলকাতায় বৃষ্টি চলবে। আগামী ৫ তারিখ পর্যন্ত বৃষ্টির হাত থেকে নিস্তার পাবে না তিলোত্তমা মহানগরীও। এদিকে, পুজোর মুখে টানা এই দুর্যোগের জেরে একদিকে যেমন উদ্বেগে রয়েছেন পুজো উদ্যোক্তারা তেমনই মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদেরও।

Kolkata Weather Weather Report Rainfall in Bengal Weather Forecast