Advertisment

অসুররূপী বরুণদেব! উইকেন্ডের শপিং প্ল্যান ভেস্তে দিতে পারে বৃষ্টি

শুক্রবার মধ্যরাত থেকে শহর কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
todays weather forecast partly cloudy sky in kolkata possibility of rain west bengal

সোমবারও বৃষ্টির পূর্বাভাস।

একটানা কয়েকদিনের ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তি। শুক্রবার মধ্যরাত থেকে শহর কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারও দিনভর কলকাতায় বৃষ্টি চলবে। এমনকী আজ কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সুতরাং, পুজোর আগের এই উইককেন্ডের শপিং প্ল্যান ভেস্তে দিতে পারে অসুর বৃষ্টি। শুধু শনিবারই নয়, রবিবারও তিলোত্তমা মহানগরীতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisment

একটানা কয়েকদিনের আর্দ্রতাজনিত অস্বস্তি নাজেহাল পরিস্থিতি তৈরি করেছিল। শুক্রবারও দিনভর শহরে ছিল অস্বস্তিকর আবহাওয়া। তবে শুক্রবার মধ্যরাত থেকে আচমকা পরিস্থিতির বদল। শহর কলকাতা-সহ জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়।

আরও পড়ুন- কামনা করলে বিফলে যায় না মনোবাঞ্ছা, এমনই বিশ্বাস বালকনাথ মন্দিরের ভক্তদের

শনিবার সকাল থেকে কলকাতায় বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আজ শনিবার ও আগামিকাল ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে বিরাট রেহাই মেলার আশা কম। অর্থাৎ বৃষ্টি হলেও গরমের হাত থেকেই পরিত্রাণ মেলার সম্ভাবনা নেই বললেই চলে।

আরও পড়ুন- Ajker Rashifal Bengali, 3 September 2022: ভুল সিদ্ধান্ত থেকে সাবধান এই রাশির জাতকরা!

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবওহাওয়া দফতর। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে রবিবার ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পঙে রবিবার ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুরেও।

West Bengal Weather Forecast Kolkata Weather Weather Report Rainfall in Kolkata
Advertisment