Advertisment

আরও বাড়বে দুর্যোগ! তুমুল বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা? আবহাওয়ার উন্নতি কবে?

পুজোর মুখে মুখভার আকাশের। সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি জেলায়-জেলায়।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather forecast 6 october 2023

শহর কলকাতার জল-ছবি।

Bengal Weather Update: পুজোর মুখে মুখভার আকাশের। সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি জেলায়-জেলায়। নিম্নচাপের গেরোয় জেলায়-জেলায় এই বৃষ্টি। সব মিলিয়ে যাওয়ার আগে বিদায়বেলায় গ্রেট কামব্যাক বর্ষার। উত্তর থেকে দক্ষিণ, দুর্গাপুজোর ঠিক আগে-আগে মুষলধারায় বৃষ্টিতে মাথায় হাত পুজো উদ্যোক্তাদেরও। টানা ক'দিন চলবে এই দুর্যোগ? কবে থেকে আবহাওয়ার উন্নতি? রইল বিস্তারিত আপডেট।

Advertisment

কলকাতার আবহাওয়ার লেটেস্ট আপডেট…

কলকাতায় উইকেন্ডে পুজোর শপিংয়ের প্ল্যান থাকলে ছাতা-রেনকোট সঙ্গে নিতে ভুলবেন না। আজ কলকাতায় দিনভর বৃষ্টি চলবে। কোনও কোনও সময় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। শুধু আজই নয়। রবিবারেও বৃষ্টি পিছু ছাড়বে না মহানগরীর। সোম-মঙ্গলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা শহরে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর….

নিম্নচাপের বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের সর্বত্র। শনিবার দিনভর দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টি চলবে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বৃষ্টির হাত ধরে আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে অনেকটাই। আজ ভারী বৃষ্টি হতে পারে, কলকাতা-সহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়।

এরই পাশাপাশি রবিবারেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার বীরভূম, মুর্শিদাবাদের পাশাপাশি দুই বর্ধমানেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি চলবে সেমা-মঙ্গলেও। ওই দু'দিনও দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মঙ্গলবার বিকেল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা।

আরও পড়ুন- মর্মান্তিক! লোধা নাবালককে পিটিয়ে মারার হৃদয়স্পর্শী একাহিনী চোখে জল আনবে!

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গের জেলাগুলিতে কম-বেশি বৃষ্টি চলছে। রবিবার থেরে উত্তরবঙ্গের সর্বত্র বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে দার্জিলিং, কালিম্পং ছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচিবহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে। দুই দিনাজপুরেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলার কোনও কোনও এলাকায় ধস নামারও আশঙ্কা রয়েছে।

Rainfall in Bengal Kolkata Weather durgapuja 2023 West Bengal Weather Forecast Weather Report
Advertisment