West Bengal Weather Update: আপাতত পিছু ছেড়েছে নিম্নচাপ। এরাজ্যে আবহাওয়ার উন্নতিটা চোখে পড়েছিল শুক্রবার থেকেই। শনিবার সকাল থেকেই তা যেন আরও স্পষ্ট হতে শুরু করেছে। আপাতত তেড়েফুঁড়ে বৃষ্টির সম্ভাবনা আর নেই। সুতরাং, উইকেন্ডে পুজোর শপিংয়ের প্ল্যান থাকলে কেয়া বাত! রোদ ঝলমল আকাশে চুটিয়ে করুন পুজোর বাজার। আপাতত আগামী বুধবার পর্যন্ত নতুন করে আবহাওয়ার অবনতির আশঙ্কা আর নেই। তবে কি তারপর থেকে ফের একবার আকাশের মুখ ভার হতে পারে? পুজোর ঠিক আগে আগে আবারও ভারী বৃষ্টি? জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট…
নিম্নচাপের জেরে সেপ্টেম্বরের শেষ থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত লাগাতার বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে গতকাল থেকেই পরিস্থিতির উন্নতি চোখে পড়েছিল। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামান্য বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়।
জেনে নিন উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট…
উত্তরবঙ্গের জেলাগুলিতেও টানা বৃষ্টি চলেছে। আপাতত আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতেও। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।
আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
শহর কলকাতায় গতকাল থেকেই আবহাওয়ার উন্নতি চোখে পড়েছিল। শনিবার সকাল থেকেও কলকাতায় পরিষ্কার আকাশ। আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। হলেও হালকা বৃষ্টি হতে পারে কোনও কোনও জায়গায়। বেলা যত বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
মোটের উপর আপাতত নাছোড়া বৃষ্টির হাত থেকে রেহাই মিলেছে। আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত নতুন করে রাজ্যের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিসের এই আপেডেটে স্বাভাবিকভাবেই খুশির মেজাজ সর্বত্র।
আরও পড়ুন- পুজোর পাঁচদিনও ধর্না? রাজ্যপালকে চ্যালেঞ্জ ছুড়ে জোড়াল ইঙ্গিত অভিষেকের
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পুজোমণ্ডপ তৈরির কাজও ভীষণভাবে ক্ষতির মুখে পড়েছিল। তেমনই দেবীমূর্তি গড়ার কাজও বাধাপ্রাপ্ত হচ্ছিল। আপাতত রোদ ঝলমলে শরতের আকাশে সেসব দুশ্চিন্তার পালা চুকেছে। দুর্গাপুজোর বাকি আর মাত্র কয়েকটি দিন। আকাশ-বাতাসে এখন পুজোর সুর। মা আসছে, খুশিতে ডগমগ আট থেকে আশি।