বৃষ্টির রেশ কাটতেই ফিরল শীতের অনুভূতি। ইঙ্গিতটা মিলেছিল বৃহস্পতিবার বিকেল থেকেই। কনকনে ঠাণ্ডা হাওয়ায় শীতের আমেজ ছিল ভরপুর। হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। তারই হাত ধরে এক রাতে এক ধাক্কায় ৩ ডিগ্রি নেমে গেল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। শুক্রবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টায় পারদ আরও নামবে, এমনই পূর্বভাস আলিপুর আবহাওয়া দফতরের।
বিদায় বেলায় ফের একবার চার-ছক্কা হাঁকাতে পারে শীত। তার ইঙ্গিত মিলতে শুরু করল শুক্রবার থেকেই। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেল থেকেই ফের একবার হু হু করে রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া।
এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমে গিয়েছে ৩ ডিগ্রি। আবহাওয়া দফতরের পূর্বাভাস আজও দিনভর উত্তুরে হাওয়ার দাপট থাকবে। জাঁকিয়ে শীত উপভোগ করতে পারবেন বঙ্গবাসী।
আরও পড়ুন- সংক্রমণ কমলেও বাংলায় দৈনিক মৃত্যু হারই চিন্তা বাড়াচ্ছে, RT-PCR পরীক্ষার খরচ হ্রাস
আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ শনি ও রবিবার রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত থাকবে। আরও নামবে পারদ। কোনও কোনও জেলায় হাড়কাঁপানো ঠাণ্ডা উপভোগ করার সুযোগ মিলবে। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন ঠাণ্ডার এই ইনিংস স্থায়ী হবে না।
দিন দুয়েক পরেই উধাও হবে ঠাণ্ডার আমেজ। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই বাড়তে শুরু করবে তাপমাত্রা। ফিকে হবে শীতের আমেজ।ফেব্রুয়ারির শুরুতেই জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিস্থিতিতে বদল আসার সম্ভাবনা প্রবল। তা হলে ভেস্তে যেতে পারে সরস্বতী পুজোর আনন্দ। বসন্ত পঞ্চমীতে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।