scorecardresearch

আরও নামল পারদ, হাড় কাঁপিয়েই ঠান্ডার বিদায়? কী বলছে হাওয়া অফিস?

পারদ পতনে ঠান্ডার রেশ আরও বাড়ল।

west bengal kolkata weather update 5 february 2023
রাজ্যজুড়ে শীতের আমেজ বহাল।

পারদ পতনে ঠান্ডার রেশ আরও বাড়ল। রাজ্যের সর্বত্র ঠান্ডার ভরপুর আমেজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ একাধিক জেলার সর্বনিম্ন তাপমাত্রা আরও নেমে যাওয়ার সম্ভাবনা প্রবল। আপাতত আগামী দিন কয়েক পারদ পতনের এই পালা চলবে রাজ্যের সর্বত্র। তবে এবারের পারদ পতনের এই পালা কিন্তু স্থায়ী হবে না।

ফের একবার রাজ্যে ঠান্ডার দাপট। শুক্রবার সকাল থেকেই শহর কলকাতা-সহ একাধিক জেলায় ঠান্ডার রেশ টের পাওয়া গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত দিন কয়েক একটু একটু করে সর্বনিম্ন তাপমাত্রা নামতে থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরেও নেমে যেতে পারে।

আরও পড়ুন- আনন্দে ‘মাতাল’ হবে মনের মানুষ, অসাধারণ এপ্রান্তে বেড়ানোর ৩২ আনা মজা নিন

আজ শহর কলকাতর সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন যেমন পারদ নামবে, তেমনই উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন একটু একটু করে পারদ পতনের সম্ভাবনা রয়েছে।

আপাতত আগামী সোমবার অর্থাৎ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা একটু একটু করে নামবে। তবে ৬ তারিখের পর থেকে ফের তাপমাত্রার পারদ হবে ঊর্ধ্বমুখী। ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারির পর থেকে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা এখনই দেখতে পাচ্ছেন না আবহাওয়াবিদরা। তবে কি ১৪ ফেব্রুয়ারি পর এরাজ্যে থেকে পাকাপাকিভাবে বিদায় নেবে শীত? এখনই এব্যাপারে স্পষ্ট করে কিছু না বলা গেলেও নতুন করে ঠান্ডার কাপুনি যে বাড়বে না তা বলাই যায়।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: West bengal kolkata weather report 3 february 2023