বেশ ফিকে শীত। যদিও গতকালের চেয়ে এদিন সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা নেমেছে। তবুও শীতের সেই শিহরণ অনুভূত হচ্ছে না। ডিসেম্বরের শুরুতেই ঠান্ডার দাপট নেই বললেই চলে। এখনও অনেক বাড়িতেই দিনে-রাতে পাখা ঘুরছে। পরিস্থিতির বদল কবে? সেই ইঙ্গিতই অবশেষে দিয়েছে আবহাওয়া দফতর।
ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শীতের অনুভূতি বাড়ার বড়সড় ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এনমনকী আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আবহাওয়ার পরিস্থিতির ব্যাপক বদল হতে পারে বলেও মনে করছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার পারদ বেশ খানিকটা নেমে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার দাপট বেশ খানিকটা বেড়ে যাওয়ার জোরালো ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন- কলকাতা বইমেলার দিনক্ষণ ঘোষণা গিল্ডের, কবে থেকে শুরু?
গত কয়েদিন ধরেই কলকাতার পারদ ছিল ঊর্ধ্বমুখী। বুধবার তো এক ধাক্কায় শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ২১.৮ ডিগ্রিতে। তবে বৃহস্পতিবার অবশ্য তাপমাত্রা খানিকটা হলেও কমেছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এই তাপমাত্রা ৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ফের পারদ পতনের জোরালো সম্ভাবনা রয়েছে। উত্তুরে হাওয়া রাজ্যে ঢোকার ক্ষেত্রে বাধা না থাকায় জাঁকিয়ে শীত পড়া এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।
আবহাওয়াবিদদের একাংশ মনে করছেন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই রাজ্যে থিতু হবে শীত। রাজ্যজুড়ে জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি মিলতে পারে মাঝ ডিসেম্বর থেকেই। তবে এখনও পর্যন্ত তার ইঙ্গিত দেখা না দেওয়ায় মন খারাপ শীতপ্রেমী বাঙালির।