/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/12/Winter-Weather.jpg)
ফিরল শীতের আমেজ। ছবি: শশী ঘোষ।
ফের নামল পারদ। তাপমাত্রার খানিক বদলে ফিরল শীতের আমেজ। শহর থেকে জেলা, সর্বত্র শুক্রবার ভোরের দিকটায় শীতের ভরপুর আমেজ। তবে বেলা বাড়লেই পরিস্থিতির বদল ঘটবে। সূর্যের তেজ বাড়লে শীতের আমেজও হবে ফিকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এমনভাবে চলতে থাকবে আগামী কয়েকদিন। এরপর আগামী ১৫ ফেব্রুয়ারির পর থেকে শীত পাকাপাকিভাবে বিদায়ের পথ ধরবে।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা নামল। আজ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেসলিয়াস। এবার শীতের মারকাটারি ব্যাটিং চলেছে টানা কয়েকদিন ধরে। তবে শীতের সেই দাপট কিন্তু স্থায়ী হয়নি। গত ১০-১২ বছরের মধ্যে এবারই প্রথম এমন উষ্ণ পৌষ সংক্রান্তি দেখেছে বঙ্গবাসী। তারপর সরস্বতী পুজোতেও ঠান্ডার রেশ ছিল সম্পূর্ণ উধাও।
আরও পড়ুন- দুর্নীতির অদৃশ্য হাত কবে সামনে আসবে, ‘বলাটা কঠিন না’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিচারপতির
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আপাতত আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রার এমন ওঠানামা চলবে। আগামী সপ্তাহের শুরুর দিকে তাপমাত্রার পারদ খানিকটা নামবে। তবে ১৫ তারিখের পর থেকে এবারের মতো শীত পাকাপাকিভাবে বিদায়ের পথ ধরবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
এদিকে, উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ ভোরের দিকে কুয়াসার দাপট লক্ষ্য করা গিয়েছে। আবাহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরই পাশাপাশি উত্তরবঙ্গের পার্ব্যত্য এলাকার দুই জেলার বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনই বৃষ্টির কোনও পূর্বভাস দেওয়া হয়নি।