/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/winter.jpg)
Kolkata Weather Today: আজ কলকাতার পারদ কোথায় নামল? এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
IMD Weather Update Today February 10: মরশুমের শেষ প্রান্তে এসে ফের ঘুরে দাঁড়াল শীত (Winter)। নতুন করে কলকাতায় জোরালো ঠান্ডার কামড়। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে নেমে গিয়েছে কলকাতার পারদ। শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও ভালোমতো ঠান্ডার দাপট রয়েছে। এমনকী রাজ্যের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের (Cold Wave) পরিস্থিতি তৈরি হয়েছে। তবে কি ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day) আর সরস্বতী পুজোতেও (Saraswati Puja) এমনই পরিস্থিতি থাকবে? জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট।
এমরশুমে কয়েকপর্বে ঠান্ডার স্পেল পেয়েছে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলি। উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে শুরু থেকেই ঠান্ডার ভালোমতো রেশ ছিল। তবে বর্তমানে শীতের বিদায়ের লগ্ন শুরু। কিন্তু যাওয়ার আগেও ফের একবার জমাটি শীত কলকাতা-সহ জেলায়-জেলায়।
ফের পারদ চড়বে কবে থেকে?
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মেরেকেটে রবিবার পর্যন্ত এই পরিস্থিতি চলবে। সোমবার থেকেই ফের একবার আবহাওয়ায় বদল আসবে। নতুন করে চড়বে পারদ। সরস্বতী পুজোর আগেই ঠান্ডার কামড় উধাও হয়ে উষ্ণতা বাড়তে পারে। উষ্ণ আবহাওয়াতেই কাটতে চলেছে এবছরের ভ্যালেন্টাইন্স ডে। এমনকী আগামী বুধবার সরস্বতী পুজোর দিনে রাজ্যে বৃষ্টিরও (Rainfall) সম্ভাবনা রয়েছে।
ফের কবে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?
আগামী বুধবার সরস্বতী পুজোর দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তারও আগে আগামী মঙ্গলবার বৃষ্টি হতে পারে পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), ও পশ্চিম বর্ধমানে (Paschim Bardhaman)। সরস্বতী পুজোর দিন ও আগামী বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
শনিবার কলকাতা (Kolkata) শহরের পারদ নেমে গিয়েছে ১৫ ডিগ্রির নীচে। এদিন তিলোত্তমা মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আপাতত আরও ২৪ ঘণ্টা কলকাতা শহরে এমনই ঠান্ডার রেশ থাকবে। আগামী সপ্তাহের শুরু থেকে কলকাতা শহরেও আবহাওয়ায় (Weather) বদল চোখে পড়বে। বাড়তে শুরু করবে তাপমাত্রা।