কার্যত বিদায়ের পথে শীত। জাঁকিয়ে ঠাণ্ডা আর নয়, এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ নামবে। কলকাতা-সহ গোটা রাজ্যেই আগামী দু'দিনে নামবে পারদ। সকাল ও সন্ধের দিকে থাকবে শীতের আমেজ। তবে এই পরিস্থিতিও স্থায়ী হবে না।
চলতি মরশুমে কয়েকটি দিন বাদ দিলে হাড়কাঁপানো শীত অধরাই থেকে গিয়েছে। তবে এবার পাকাপাকিভাবে বিদায়ের পথ ধরেছে শীত। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে তাপমাত্রা কমছে। গতকাল ১৮ ডিগ্রির ঘরে ছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। এদিন তা কমে নেমেছে ১৭-এর ঘরে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার পর্যন্ত দুই বঙ্গেই তাপমাত্রা কমবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু'দিনে ২-৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে তাপমাত্রা।
আরও পড়ুন- সংক্রমণ কমলেও স্বাস্থ্য দফতরকে চিন্তায় রাখছে করোনায় মৃত্যু
আগামী কয়েকদিন সকাল ও সন্ধের দিকে শীতের আমেজ থাকবে। তবে দিনভর সেভাবে ঠাণ্ডার অনুভূতি মিলবে না। উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভবানা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামিকাল থেকেই উত্তরবঙ্গে পরিস্কার আকাশ। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিনে ৪ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে তাপমাত্রা।
তবে হাওয়া অফিসের পূর্বাভাস তপমাত্রার এই পতনও স্থায়ী হবে না। ফের এক পশ্চিমী ঝঞ্ঝা দানা বাঁধছে। সেই ঝঞ্ঝার হাত ধরেই এবারের মতো পাকাপাকিভাবে রাজ্য থেকে বিদায়ের পথ ধরবে শীত। আর সপ্তাহ দু'য়েক বঙ্গে শীতের আমেজ থাকবে। তারপর থেকেই নামবে বসন্ত। এমনই মনে করছেন আবহাওয়াবিদরা।