/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/09/Rain-in-the-City.jpeg)
একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস।এক্সপ্রেস ফটো- পার্থ পাল
আবহাওয়ার খামখেয়ালিপনা জারি। মাঝ ফেব্রুয়ারিতে রোজই ওঠানামা করছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। তারই জেরে কখনও ঠান্ডা-কখনও ক্ষণিক গরমের অনুভূতি রাজ্যে। গতকাল যেমন এক ধাক্কায় ৪ ডিগ্রি নেমে গিয়েছিল পারদ, তেমনই আজ তা ফের বেড়ে ১৯-এর কোঠায়। সব মিলিয়ে শীত যে বিদায় নিচ্ছে তার আভাস স্পষ্ট। তবে শীতের এই বিদায় পর্বে একধিক জেলায় বাড়ছে বৃষ্টির সম্ভাবনা।
এবারের শীত হাড় কাঁপিয়েছে বড়জোড় দিন কয়েক। মোটের উপর এমরশুমে জাঁকিয়ে ঠান্ডার টানা স্বাদ থেকে বঞ্চিতই থেকে গিয়েছেন বঙ্গবাসী। এবার গুটি গুট পায়ে শীত বিদায়ের পথ ধরেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা শহরে আপাতত আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রার পারদের ওঠানামা চলতে থাকবে। তবে ১৫ ফেব্রুয়ারির পর থেকে এবছরের মতো পাকাপাকিভাবে বিদায়ের পথ ধরে নেবে শীত।
আরও পড়ুন- ধনুকভাঙা পণেই নজরকাড়া সাফল্য! টেটে প্রথম ইনার লড়াই জানলে প্রেরণা পাবেন
নতুন করে আর শীতের মেজাজ ফিরবে না। দক্ষিমবঙ্গের জেলাগুলিতে এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা কুয়াশা দেখা যেতে পারে। দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে থাকতে পারে কুয়াশার হালকা দাপট। শহর কলকাতাতেও শনিবার সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লেই সরবে কুয়াশার চাদর।
এরই পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে কুয়াশা ও বৃষ্টি দুই থাকবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। এরই পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলার বেশ কিছু অংশে কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। তার জেরে গাড়ি চলাচলে দারুণ প্রভাব পড়ার আশঙ্কা প্রবল।