Kolkata Weather Today: দোলের আগেই আবহাওয়ার ভোলবদল! মার্চেই পার ৪০ ডিগ্রি? রইল বিরাট আপডেট

IMD Weather Forecast Update: শীতের আমেজ এখনও রয়ে গিয়েছে। ঠাণ্ডার শিরশিরানি নিয়ে ফের এক নতুন সপ্তাহের শুরু। আগামী দিন কয়েক কেমন থাকবে আবহাওয়া? তা নিয়ে রইল আজকের ওয়েদার আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
Best Places to celebrate Holi in India: এখানকার পরিবেশ, রঙের ছটা এবং সাংস্কৃতিক ঐতিহ্য হোলি উৎসবকে স্মরণীয় করে রেখেছে

দোলের আগেই আবহাওয়ার ভোলবদল! মার্চেই পার ৪০ ডিগ্রি? রইল বিরাট আপডেট

IMD Weather Update Today March 11:  দোলে ঝেঁপে বৃষ্টি! পণ্ড হবে হোলিং প্ল্যান? দোলের দিনে শুক্রবার উত্তর বঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দার্জিলিং-কালিম্পং সহ একাধিক এলাকায়। 

Advertisment

শীত বিদায় নিলেও ঠাণ্ডার রেশ যেন গিয়েও যাচ্ছে না।  আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত দোল (Dol Purnima) পর্যন্ত একটু একটু করে তাপমাত্রা বাড়বে। তবে দোলের পর থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। এরই মধ্যে চলতি সপ্তাহে চার জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত দোল পর্যন্ত সকাল ও রাতের দিকে ঠাণ্ডার আমেজ বহাল থাকবে। আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। দোল পূর্ণিমার পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। সেই সঙ্গে চড়া হবে গরমের অনুভূতি।

কলকাতার ওয়েদার আপডেট 
কলকাতা শহরেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দোল পর্যন্ত কলকাতা শহরের তাপমাত্রা একটু একটু করে বাড়বে। তবে দলের পর থেকে তাপমাত্রা তড়তড়িয়ে বৃদ্ধি পাবে। তীব্র  গরমের অনুভূতি টের পেতে শুরু করবেন মহানগরীর বাসিন্দারা।

Advertisment

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের পরিস্থিতি ভিন্ন। আজ মঙ্গলবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টা পর থেকে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

IMD IMD Kolkata