IMD Weather Update Today April 12: এবার গরম ক্রমশ বাড়বে। আজ বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা (Rainfall) রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। মোটের উপর গত কয়েকদিন ধরে রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা আজ থেকেই বেশ খানিকটা ফিকে হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…
দক্ষিণবঙ্গের সব জেলাতেই এবার বাড়তে থাকবে গরম। আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ বিকেলের দিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার পাশাপাশি মুর্শিদাবাদেও। আজকের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে। বাড়তে থাকবে শুষ্ক হাওয়ার দাপট। পয়লা বৈশাখ (Poila Baisakh 2024) বা নববর্ষের প্রথম দিনে গোটা দক্ষিণবঙ্গে গরমের অনুভূতি বেশ বাড়বে।
কলকাতার ওয়েদার আপডেট…
শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বরং মহানগরীতেও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে থাকবে। আগামী রবিবার নববর্ষের (Bengali New Year) প্রথম দিনেও কলকাতায় ভ্যাপসা গরমের পরিস্থিতিই থাকবে বলে মনে করছে হাওয়া অফিস।
আরও পড়ুন- GTA Teacher Recruitment Case: এবার পার্থর বিরুদ্ধে FIR রাজ্য সরকারেরই! আরও এক নিয়োগ দুর্নীতির পর্দাফাঁস
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পঙে (Kalimpong)। একইসঙ্গে বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি জেলাতেও। আগামী সপ্তাহের সোমবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে।