একধাক্কায় তিন ডিগ্রি কমে গেল সর্বনিম্ন তাপমাত্রা। শহর কলকাতা-সহ জেলাগুলিতে ফিরল শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার দিনভর থাকবে মনোরম আবহাওয়া।
শুক্রবারের চেয়ে প্রায় ৩ ডিগ্রি কমে গেল তাপমাত্রা। শনিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে তাপমাত্রা আরও নেমেছে।
দিন কয়েক বৃষ্টির পর মেঘমুক্ত আকাশ, তারই জেরে নামছে পারদ। আগামিকাল পর্যন্ত তাপমাত্রা নামবে। তারপর দিন তিনেক তাপমাত্রার নতুন করে নড়চড় হবে না। সকাল-সন্ধে রাজ্যজুড়ে থাকবে শীতের আমেজ। ভোররে দিকে থাকবে হালকা কুয়াশা।
উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি থেমেছে। দক্ষিণবঙ্গে গতকাল থেকেই পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আবহাওয়ার যথেষ্ট উন্নতি হয়েছে। আজ থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমে যাবে। নতুন করে আগামী দিন পাঁচেক রাজ্যের কোথাও আর বৃষ্টির সম্ভাবনা নেই। বরং থাকবে মনোরম আবহাওয়া। রোদ ঝলমলে আকাশে কমবে তাপমাত্রা।
আরও পড়ুন- পুরভোটের আগে করোনা-গ্রাফে স্বস্তি, চিন্তায় রাখছে মৃত্যু
আগামী বুধবার পর্যন্ত শীতের ভরপুর মেজাজ থাকবে রাজ্যজুড়ে। তবে পারদ নামলেও জাঁকিয়ে ঠাণ্ডা আর নয়। শেষবেলায় এই শীতও স্থায়ী হবে না। আগামী বুধবারের পর থেকে ফের বাডতে শুরু করবে তাপমাত্রা। শীত বিদায় নিয়ে নামবে বসন্ত। সব মিলিয়ে আগামী দিন পাঁচেকই চলতি মরশুমে বঙ্গে শীতের শেষ স্পেল।