আরও বাড়ল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। ঠান্ডার রেশ প্রায় গায়েব বললেই চলে। এর আগে গত শুক্রবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ এক ধাক্কায় নেমে গিয়েছিল ৪ ডিগ্রি। শনিবার তা এক ধাক্কায় বেড়ে পৌঁছোয় ১৯ ডিগ্রির ঘরে। আজ রবিবার তা ২২ ডিগ্রি পার।
অর্থাৎ, ধীরে ধীরে বঙ্গ থেকে এবারের মতো বিদায়ের পথ ধরেছে শীত। সামনেই ভ্যালেন্টাইন্স ডে। এবারের ভালোবাসার দিন যে উষ্ণতম হতে চলেছে তার ইঙ্গিত আগেই দিয়েছিল হাওয়া অফিস। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে হাওয়া অফিসের সেই পূর্বাভাসই হতে চলেছে সত্যি।
চলতি শীতের মরশুমে মেরেকেটে সপ্তাহখানেক হাড়কাঁপানো ঠান্ডার স্বাদ মিলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বর্তমানে ঠান্ডা এবারের মতো বিদায়ের পথ ধরেছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। নতুন করে আর শীতের কামব্যাকের পরিস্থিতি নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন- ‘ট্র্যাকে ফিরছেন রাজ্যপাল’, গোঁসা ছেড়ে হঠাৎ সন্তুষ্ট শুভেন্দু!
তবে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামিকাল ১৩ তারিখ থেকে তাপমাত্রার পারদ খানিকটা হলেও নামবে। তাপমাত্রার পতন জারি থাকবে আগামী মঙ্গলবারেও। তবে বুধবার থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। তবে বেলা বাড়লে কুয়াশার সেই চাদর সরে যাবে। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ রবিবার দার্জিলিং ও কালিম্পং জেলার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।