IMD Weather Update Today April 13: কয়েকদিন আগেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিশেষ করে পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল, এমনকী শহর কলকাতাতেও তাপপ্রবাহের (Heat Wave) সতর্কতা মিলেছিল। যদিও হঠাৎ করে ঝড়-বৃষ্টির জেরে পরিস্থিতি আমূল বদলছে। যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির রেশ বেশ রকম কমে গিয়েছে। আবারও গরমের অনুভূতি বাড়ছে। তবে বাংলার নতুন বছরের (Bengali New Year) শুরু থেকেই রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি আরও বাড়বে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার বৃষ্টির পরিমাণ আরও কমবে। বরং জেলায়-জেলায় গরমের অনুভূতি বাড়তে থাকবে। আজ চৈত্র সংক্রান্তিতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি (Rainfall) হতে পারে। সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়।
তবে আগামিকাল পয়লা বৈশাখের (Poila Baisakh) দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশ কম। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে। আগামী চার থেকে পাঁচদিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনই তাপপ্রবাহের সতর্কবার্তা নেই।
আরও পড়ুন- Premium: এই রাজ্য থেকেই করেছিলেন রেকর্ড! লোকসভা নির্বাচন এলেই উঠে আসে অনিল বসুর নাম
কলকাতার ওয়েদার আপডেট…
শহর কলকাতায় আজ চৈত্র সংক্রান্তি ও আগামিকাল পয়লা বৈশাখে বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আজ থেকেই গরম ও অস্বস্তি আরও বাড়বে। তবে তিলোত্তমা মহানগরীতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও আপাতত নেই।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ চৈত্র সংক্রান্তির দিনে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) ও কালিম্পঙে (Kalimpong) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতেও। আগামী সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।