বৃষ্টির গেরো কেটে গত দিন দু'য়েক পরিস্কার আকাশ। রোদ ঝলমলে আবহাওয়ায় ফের একবার দাপট উত্তুরে হাওয়ার। তারই হাত ধরে জারি পারদ-পতন। বিদায়বেলায় খেল দেখাচ্ছে শীত। গত কয়েকদিনের পর রবিবারও ঠাণ্ডার আমেজ রাজ্যজুড়ে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত আগামী পাঁচদিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। পরিস্কার আকাশে উত্তুরে হাওয়ার দাপট ভালোমতো টের পাবেন বঙ্গবাসী। আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা মোটের উপর এক জায়গাতেই থাকবে। রাজ্যজুড়ে শীতের ভরপুর আমেজ মিলবে। শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঠাণ্ডার দাপট থাকবে আরও কয়েকদিন।
পশ্চিমের জেলাগুলিতে শীতের অনভূতি থাকবে বেশি। তবে হাওয়া অফিস জানাচ্ছে, সব জেলাতেই সকাল ও সন্ধের দিকে শীতের আমেজ বেশি থাকবে। কোনও কোনও জেলায় আগামী কয়েকদিন ভোরের দিকে থাকবে কুয়াশার দাপট। তবে বেলা বাড়তেই কুয়াশার চাদর সরে গিয়ে পরিস্কার হবে আকাশ।
আরও পড়ুন- সংক্রমণ কমলেও রাজ্যে করোনায় মৃত্যুহার এখনও অপরিবর্তিত
আপাতত দিন পাঁচেক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়ার যা পরিস্থিতি তাতে করে মেঘমুক্ত পরিস্কার আকাশে ফেব্রুয়ারির এই মাঝামাঝি সময়েও শীতের দাপট রয়েছে। তবে শেবেলায় শীতের এই স্পেলও স্থায়ী হবে না। আগামী কয়েকদিন ঠাণ্ডার এই আমেজ থাকবে। তারপর থেকে ধীরে দীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। শীতের আমেজ হবে ফিকে। রাজ্যজুড়ে নামবে বসন্ত।