আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে নিম্নমুখী পারদ। গতকালের চেয়ে এক ধাক্কায় ৫ ডিগ্রি নেমে গেল শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। সপ্তাহের প্রথম দিনে কলকাতার সর্বনিম্ন তপমাত্রা নেমে গেল ১৭ ডিগ্রির ঘরে। জেলাগুলিতেও সোমবার সকাল থেকে শীতের আমেজ। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, তাপমাত্রার এই পতন আগামিকাল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে। তবে বুধবার থেকে তাপমাত্রা ফের চড়বে। সম্ভবত নতুন করে বুধবারের পর আর তাপমাত্রার পতনের সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
তবে কী শীতের বিদায় আসন্ন? হাওয়া অফিসের পূর্বাভাস তেমনই। এবছর দিন চার-পাঁচেক বাদ দিলে হাড় কাঁপানো শীতজাপন অধরাই রয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের কাছে। গত ১০-১২ বছরে এবারই প্রথম এমন উষ্ণ পৌষ সংক্রান্তি কাটিয়েছেন রাজ্যবাসী।
আরও পড়ুন- তারাপীঠে ধুন্ধুমার! টাকা না দেওয়ায় মহিলা মোর্চার সদস্যাদের বেধড়ক মার সেবায়েতদের
পরে সরস্বতী পুজোর দিনেও ছিল উষ্ণ আবহাওয়া। তবে এবার পাকপাকিভাবে শীতের বিদায় আসন্ন বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী বুধবার থেকে তাপমাত্রার পারদ একটু একটু করে চড়তে শুরু করবে। নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কুয়াশার দাপট থাকতে পারে। দুই ২৪ পরগনার পাশাপাশি কলকাতা, হাওড়ায় সকালের দিকে কুয়াশা থাকতে পারে। তবে বেলা বাড়লে সরে যাবে সেই কুয়াশার সেই চাদর।
আরও পড়ুন- দুয়ারে পঞ্চায়েত, পদ্মের ২১-এর রেপ্লিকা ২৩-এ
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী দিন কয়েক কুয়াশার প্রভাব থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং জেলার বেশ কিছু অংশে।