Advertisment

রোদ ঝলমলে আকাশ, শেষবেলায় ঝোড়ো ইনিংস শীতের

সোমবার ভ্যালেন্টাই ডে-তে বাদ সাধবে না বৃষ্টি। দিনভর মনোরম আবহাওয়া। শীতের আমেজ থাকবে ভরপুর।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal kolkata weather update 14 february 2022

রাজ্যজুড়ে শীতের আমেজ।

বিদায়বেলায় দুরন্ত স্পেল শীতের। পরপর কয়েকদিন রাজ্যজুড়ে শীতের ভরপুর আমেজ। সোমবার ভ্যালেন্টাইন ডে-তেও মনোরম আবহাওয়া। কলকাতা-সহ জেলাগুলিতে দিনভর থাকবে ঠাণ্ডার রেশ। গতকালের চেয়ে এদিন তপমাত্রা সামান্য বাড়লেও তাতে শীতে ঘাটতি নেই। তবে এই শীতও স্থায়ী হবে না। আর কয়েকদিনের মধ্যেই বাড়তে শুর করবে তাপমাত্রা। শীতের বিদায়পর্ব স্বাগত জানাবে বসন্তকে।

Advertisment

বৃষ্টির পালা শেষ হতেই রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া। রোদ ঝলমল আকাশে দাপট উত্তুরে হাওয়ার। তারই হাত ধরে পারদ পতন। শেষবেলায় ফের একবার ঘুরে দাঁড়িয়েছে শীত। পরপর বেশ কয়েকদিন তাপমাত্রা মোটের উপর একই জায়গায় দাঁড়িয়ে। আজও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির গণ্ডিতেই থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ঠাণ্ডার দাপট একটু বেশি।

গত কয়েকদিন ধরে কলকাতা-সহ বেশ কিছু জেলায় ভোরের দিকে ছিল কুয়াশার দাপট। তবে আপাতত আর কুয়াশার দেখা মিলবে না। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা-সহ জেলাগুলিতে আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন- রাজ্যে করোনায় বাড়ল মৃত্যু, সামান্য হলেও বাড়ল মৃত্যুহার

রাজ্যের সর্বত্র থাকবে পরিষ্কার আকাশ। তারই জেরে রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে। গত কয়েকদিনে রাতের তাপমাত্রা বেশ খানিকটা কমে যাওয়ায় ঠাণ্ডার অনুভূতি বেড়েছে। তবে ঠাণ্ডার এই দাপটও স্থায়ী হবে না।

আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ফের বাড়তে শুরু করবে রাতের তাপমাত্রা। রাজ্যজুড়ে ক্রমেই শীতের আমেজ হবে ফিকে। দিন কয়েক এভাবে চলে এবারের মতো রাজ্য থেকে বিদায় নেবে শীত। নামবে বসন্ত।

Weather Report weather update West Bengal Weather Forecast
Advertisment