ভ্যালেনটাইন ডে'তে কলকাতার পারদ স্বাভাবিকের চেয়ে নীচে। সোমবার একধাক্কায় প্রায় ৪ ডিগ্রি কমেছিল পারদ। ফেব্রুয়ারির মাঝামাঝি সেই ধারা অব্যহত। মঙ্গলবারও সর্বনিম্ন তাপমাত্রা কয়েক ডিগ্রি নেমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।
স্লগ ওভারে শীতের এই দুরন্ত ব্যাটিংয়ে খুশি শীতপ্রেমীরা। ঠান্ডার আমেজে প্রেম দিবসের উষ্ণতা জমে যাবে বলে মনে করছে লাভ-বার্ডরা।
আরও ২৪ ঘণ্টা কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে শীতের এই আমেজ বজায় থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তাহলে কী ফের জাঁকিয়ে পড়তে পারে শীত? এক্ষেত্রে খশির খবর দিতে পারেননি আবহাওয়াবিদরা। বুধবারের পর আর শীত প্রত্যাবর্তনের কোনও সম্ভাবনাই নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহেই তাপমাত্রার পারদ ফের ঊর্ধ্বমুখী হবে।
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন উষ্ণতা ১৫.৫ ডিগ্রি। আকাশ মেটোর উপর পরিষ্কারই থাকবে। শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।