IMD Weather Update Today April 15: বৈশাখ মাসের শুরু থেকেই প্রকৃতির আগুনে রূপ দেখবে বাংলা। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। রাজ্যের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার তাপমাত্রা এই সপ্তাহেই ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। শহর কলকাতাতেও আগুন ঝরাবে সূর্য। এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও বাড়বে গরম। অসহনীয় পরিস্থিতি তৈরি হবে জেলায়-জেলায়। চরম গরমে কাবু হবেন আট থেকে আশি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলতি সপ্তাহেই তাপপ্রবাহের (Heat Wave) পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা এই সপ্তাহেই ৪০ ডিগ্রি কিংবা সেটাও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতার ওয়েদার আপডেট…
গরমের দাপট শহর কলকাতাতেও। বেলা বাড়লেই সূর্যের প্রখর তেজে অস্বস্তি তুঙ্গে উঠতে পারে। প্রবল গরমে নাকাল হতে পারেন মহানগরের বাসিন্দারা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন- Vote-Char Meghna: চরমেঘনার বাসিন্দাদের দুর্ভোগ বদলায় না! ভোট এখানে শুধুই উৎসব মাত্র
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে তাপমাত্রা বাড়ছে। যদিও উত্তরের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) ও কালিম্পঙের (Kalimpong) পাশাপাশি কোচবিহার (Cooch Behar), আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। যদিও বাকি জেলাগুলিতে গরমের দাপট বাড়বে।