সব কিছু ঠিকঠাক চললে সম্ভবত আজ বুধবারই এবারের মতো শীতের আমেজ ভালোমতো মেলার শেষ দিন। আগামিকাল থেকেই ধীরে ধীরে চড়তে শুরু করবে সর্বনিম্ন তাপমাত্রা। বাড়তে শুরু করবে দিন ও রাতের তাপমাত্রা।
শীতের আমেজ বেশ ফিকে হয়ে গরমের অনুভূতি বাড়তে শুরু করবে। আগামী চার থেকে পাঁচদিনের মধ্যেই তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরও ফিকে হবে শীতের আমেজ। মোটের উপর বুধবারই এমরশুমে শেষবারের মতো শীতের অনুভূতি মিলবে।
আরও পড়ুন- সাংসদ পদ ছাড়িয়ে কেন তাঁকে বিধায়ক করেন মমতা? এতদিনে স্পষ্ট করলেন শুভেন্দু
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, যে এমরশুমের শেষ শীতের আমেজ মিলতে পারে বুধবার পর্যন্তই। এখনও পর্যন্ত আবহাওয়ার যা গতি-প্রকৃতি তাতে সম্ভবত সেই পূর্বাভাসই সত্যি হতে চলেছে। বৃহস্পতিবার থেকে রাত ও দিন উভয়ের তাপমাত্রার পারদই ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে পারদ পতনের সম্ভাবনা আর নেই।
আরও পড়ুন- সৌহার্দ্যের বার্তা বয়ে বাংলাদেশে পাড়ি, ৮ সাইক্লিস্টের দারুণ উদ্যোগকে কুর্নিশ!
বৃহস্পতিবারের পর থেকে আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রার পারদ এক ধাক্কায় ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে বলে ধারণা আবহাওয়াবিদদের একাংশের। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। মোটের উপর উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার দেখা মিলবে। তবে দার্জিলিং, কালিম্পঙে কুয়াশার দাপট থাকবে বেশি।