Advertisment

নামল পারদ, সপ্তাহের প্রথম দিনে শীতের আমেজ আরও জোরালো

আগামী ৪৮ ঘণ্টা সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই মনে করছে আবহাওয়া দফতর।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal kolkata weather update 17 january 2022

সপ্তাহের প্রথম দিনেই শীতের কামব্যাক।

সপ্তাহের প্রথম দিনেই শীতের অনুভূতি আরও জোরালো হল। স্বাভাবিকের নিচে নেমে গিয়েছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার সকালে কলকতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আগামী ৪৮ ঘণ্টা তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই মনে করছে হাওয়া অফিস। তবে সপ্তাহের শেষ দিকে ফের বাড়তে পারে তাপমাত্রা। ঝঞ্ঝার হাত ধরে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Advertisment

রবিবার থেকেই ইঙ্গিতটা ছিল স্পষ্ট। সোমবার সকালে ফের একবার জাঁকিয়ে শীতের অনুভূতি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এক ধাক্কায় বেশ কিছুটা নেমে গিয়েছে পারদ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন সকালের দিকে সামান্য কুয়াশা থাকবে। তবে বেলা বাড়তেই কুয়াশা সরে গিয়ে পরিষ্কার হবে আকাশ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন কুয়াশার দাপট থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আগামী কযেকদিন ঠান্ডার এই ভরপুর আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। তবে সপ্তাহের শেষ দিকে ফের একবার আবহাওয়ার পরিস্থিতিতে বদল আসার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন- ওদলাবাড়িতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ৬ দিনের শিশুর

ফের চড়তে পারে তাপমাত্রা। এমনকী বৃষ্টিরও সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই সপ্তাহ শেষে আবহাওয়ায় বদল। ঝঞ্ঝার হাত ধরেই ফের আকাশ মেঘ করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গত ডিসেম্বরের ক'দিন বাদ দিলে চলতি মরশুমে হাড়কাঁপানো ঠান্ডার দেখা মেলেনি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে জমিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস মিললেও পশ্চিমী ঝঞ্ঝার গেরোয় সেই শীত-সাধও পূরণ হয়নি। চলতি মরশুমে জাঁকিয়ে ঠান্ডা আদৌ আর পড়বে কিনা সেব্যাপারে স্পষ্ট কোনও উত্তর দিতে পারেনি আবহাওয়া দফতর।

weather update weather today West Bengal Weather Forecast
Advertisment