Advertisment

West Bengal Weather Update: আরও পারদ পতন, মাঘের শীতে কাঁপছে বাংলা, আজ জেলায় জেলায় বৃষ্টি

IMD Weather Forecast Update: হাওয়া অফিসের পূর্বাভাস, আজকের পর থেকে পূবালি হাওয়ার দাপট কিছুটা কমবে। শীত পিছু হঠবে। তাপমাত্রাও ধীরে ধীরে বাড়বে।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে? ছবি- শশী ঘোষ

IMD Weather Update Today January 17: একে মাঘের শীত, হাড়কাঁপানো ঠান্ডা। তার উপর গোদের উপর বিষফোঁড়ার মতো ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। বুধবার বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং নদিয়া। বৃহস্পতিবারও গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে থাকবে কুয়াশার দাপট।

Advertisment

কলকাতার তাপমাত্রা কত?

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আর বুধবার তাপমাত্রা আরও কমে হয়েছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, আজকের পর থেকে পূবালি হাওয়ার দাপট কিছুটা কমবে। শীত পিছু হঠবে। তাপমাত্রাও ধীরে ধীরে বাড়বে।

কুয়াশার দাপট

মঙ্গলবারের মতো বুধবারও সকাল থেকে কুয়াশার দাপট সর্বত্র। ঘন কুয়াশার চাদরে মোড়া কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল। দক্ষিণ-পূর্ব ও পূর্ব রেল শাখায় কুয়াশার কারণে দেরিতে চলছে ট্রেন। বেশ কিছু দূরপাল্লার ট্রেন কয়েক ঘণ্টা দেরিতে চলছে। কুয়াশার কারণে বিমান পরিষেবাও ব্যাহত হয়েছে। দিল্লি থেকে কলকাতাগামী অনেক বিমানই দেরিতে ছেড়েছে। দিল্লি থেকে দেরিতে চলছে একাধিক ট্রেন।

আরও পড়ুন Kolkata Weather Today: উত্তর থেকে দক্ষিণ, মাঘের শীতে জবুথবু বাংলা, বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়?

জমিয়ে শীত উত্তরবঙ্গের সব জেলাতেই। ঠান্ডা হাড় কাঁপাচ্ছে দার্জিলিং, কালিম্পঙে (Kalimpong)। হাড়াকাঁপানো শীত গায়ে মেখেই পাহাড় বেড়াচ্ছে পর্যটকের দল। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সোমবার দার্জিলিঙের (Darjeeling) তাপমাত্রা ৩ ডিগ্রিতে নেমে গিয়েছিল। আগামী কয়েকদিন সেটা আরও কমতে পারে। বুধবার দার্জিলিং-সহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে।

West Bengal weather update Weather Forecast West Bengal Weather Forecast West Bengal Weather Today
Advertisment