হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে পারদ ঊর্ধ্বমুখী। দিন ও রাতের তাপমাত্রা বাড়ায় শীতের মেজাজ নেহাতই ফিকে হয়েছে বঙ্গে। ভোর-সন্ধেয় শীতের হালকা পরশ থাকলেও দিনভর ঠান্ডা গায়েব। মোটের উপর বিদায়ের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে শীত, এমনই জানাচ্ছে আবহাওয়া দফতর। নতুন করে পারদ পতনের সম্ভাবনা আর নেই। বরং দিন যত এগোবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ততই চড়বে।
আজ শিবরাত্রিতে চড়ল পারদ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রির আশেপাশে থাকবে। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। অন্যদিকে, গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে সকালের দিকে কুয়াশারা দাপট লক্ষ্য করা গিয়েছিল।
আরও পড়ুন- শিক্ষক নিয়োগ দুর্নীতি: গ্রেফতার বাগদার ‘রঞ্জন’ ওরফে চন্দন মণ্ডল
কুয়াশার সেই দাপট থাকবে আজও। শহর কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলায় সকালের দিকে কুয়াশা লক্ষ্য করা যাবে। তবে বেলা বাড়লেই সরবে কুয়াশার সেই চাদর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হালকা গরমও অনুভূত হবে। দিনভর থাকবে সেই পরিস্থিতি।তবে ফের সন্ধের পর থেকে হালকা শীতের আমেজ টের পাবেন বঙ্গবাসী। এভাবেই চলবে আগামী কয়েকটি দিন।
আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং জেলার কয়েকটি অংশে।