Advertisment

Kolkata Weather Today: শীঘ্রই আবহাওয়ায় '৩৬০ ডিগ্রি' বদল, কলকাতার ওয়েদার নিয়ে বড় আপডেট!

IMD Weather Forecast Update: চলতি মরশুমে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েকটি স্পেলে ব্যাটিং করেছে শীত। তবে শীতের মরশুমেই বারবার ঘ্যানঘ্যানে বৃষ্টি অস্বস্তি বাড়িয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভরা শীতেই বারবার বৃষ্টি হয়েছে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলির ঠান্ডা রীতিমতো পাল্লা দিয়ে গিয়েছে। গ্যাংটকের শীতকেও টেক্কা দিয়েছে পুরুলিয়ার ঠান্ডা।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?

IMD Weather Update Today February 18: শীতের বিদায়ঘণ্টা বেজে গেল। উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও ঠান্ডার পরশ থাকলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ক্রমেই উষ্ণ হতে থাকবে আবহাওয়া। মোটের উপর এই মরশুমের মতো শীত ফাইনালি বিদায় নিতে চলেছে। আগামিকাল অর্থাৎ সোমবার থেকেই আবহাওয়ায় এই বদল চোখে পড়বে।

Advertisment

সপ্তাহের শুরু থেকেই আবহাওয়ায় বড়সড় বদল চোখে পড়বে। সোমবার থেকেই সকাল-সন্ধে শীতের আমেজ থাকবে। তবে দিনে উষ্ণতার পরশ গায়ে মেখেই কাটাতে হবে। অর্থাৎ আগামিকাল থেকেই রাজ্যে বসন্তের ভরা মেজাজ থাকবে। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও কিছুদিন ঠান্ডার এই অনুভূতি থাকবে। তবে দক্ষিণবঙ্গে শীতের বিদায়ঘণ্টা বেজে গেল বলেই ধরে নেওয়া হচ্ছে।

এদিকে, ফের একবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী সপ্তাহের শুরুর দিকেই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি (Rain) হতে পারে। বঙ্গোপসাগরে তৈরি বিপরীত ঘূর্ণাবর্তের জেরেই বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।

আরও পড়ুন- Sandeshkhali Arrest: অবশেষে পুলিশের জালে সন্দেশখালির শাহজাহান শাগরেদ শিবপ্রসাদ হাজরা

এছাড়াও আগামী ৪৮ ঘণ্টায় হালকা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূম জেলায়। অন্যদিকে, সপ্তাহের শুরু থেকে শহর কলকাতার (Kolkata Temperature) পারদও থাকবে ঊর্ধ্বমুখী। বেলা বাড়লেই উষ্ণতা বাড়বে। তবে সন্ধেয় মনোরম পরিবেশ থাকবে তিলোত্তমা মহানগরীতে। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

kolkata news West Bengal weather update weather today Weather Forecast
Advertisment