মাঘ মাসের শুরুতেই রাজ্যে জাঁকিয়ে শীত। সপ্তাহের দ্বিতীয় দিনে হাড়কাঁপানো ঠান্ডা বাংলায়। শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে ঠান্ডার এই রেশ বেশিদিন স্থায়ী হবে না। কাল থেকেই আবহাওয়ার ভোলবদল। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
চলতি মরশুমে টানা কয়েকদিন ধরে লাগাতার হাড়কাঁপানো ঠান্ডার স্বাদ পায়নি বঙ্গবাসী। ডিসেম্বরের দিন দুয়েক জোরালো শীত থাকলেও তা স্থায়ী হয়নি। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ব্যাপক ঠান্ডার পূর্বাভাস দিয়েছিলেন আবহাওয়াবিদরা।
পশ্চিমী ঝঞ্ঝার গেরোয় তাপমাত্রার পতন চোখে পড়েনি। দিন দু'য়েক হল ফের ঠান্ডার আমেজ বাড়তে শুরু করেছে। মঙ্গলবার সকালে ফের একবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীতের অনুভূতি ফিরেছে।
আরও পড়ুন- রাজ্যে ১০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ! কমল মৃত্যু এবং পজিটিভিটি রেট
তবে জাঁকিয়ে শীতের এই ইনিংসও স্থায়ী হবে না। আগামিকাল থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। চলতি সপ্তাহের শেষে আবহাওয়ার বড়সড় বদল চোখে পড়বে। আগামী রবি ও সোমবার বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি, আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে হালকা কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও আগামী কয়েকদিন দাপট দেখাতে পারে কুয়াশা।