IMD Weather Update Today March 18: আবহাওয়ার বিরাট ভোলবদল। গতকাল সন্ধ্যার পরেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি কোন কোন জেলায়। বৃহস্পতি বার থেকে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। শিলা বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস বেশ কয়েকটি জেলায়। উত্তরের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহের শেষে তিন থেকে চার ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বৃষ্টির সম্ভাবনা।
গত কয়েকদিনের গুমোট গরম থেকে রবিবার সন্ধের হালকা ঝড়-বৃষ্টি ক্ষণিকের স্বস্তি দিয়েছে। আগামী কয়েকদিন রাজ্যে কেমন থাকবে আবহাওয়া? হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুর কয়েকটা দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গুমোট গরমের পরিস্থিতি চললেও আগামী বৃহস্পতিবার থেকে হাওয়া বদল হতে পারে। ফের হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়। একেবারে সপ্তাহের শেষভাগ পর্যন্ত চলবে এই বৃষ্টি পর্ব। কলকাতা শহরে আজ গুমোট গরম থাকবে। চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকে তিলোত্তমা মহানগরীতেও হাওয়া বদল হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। বৃহস্পতিবার থেকে মহানগরীতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মোটের উপর আগামী কয়েকদিনে তাপমাত্রার বিরাট কিছু বদল ঘটবে না উত্তরবঙ্গে।