শনিবারও রাজ্যজুড়ে শীতের আমেজ। আজ আরও নেমেছে পারদ। তবে শীতের এই স্পেলও এবার বিদায়ের মুখে। কাল থেকেই আবহাওয়ায় বডসড় বদল। মেঘে ঢাকতে পারে আকাশ। আগামিকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির হাত ধরেই বাড়তে পারে তাপমাত্রা। বঙ্গ থকে এবারের মতো শীতের বিদায়পর্ব শুরু শুধুই সময়ের অপেক্ষা।
সরস্বতী পুজোর সময় থেকেই নতুন করে দাপট দেখাতে শুরু করে শীত। পরপর বেশ কয়েকদিন শীতের জোরালো অনুভূতি ছিল রাজ্যজুড়ে। গত কয়েকদিন ধরেও সকাল ও সন্ধেয় রীতিমতো ঠাণ্ডা রাজ্যজুড়ে। শুক্রবারের চেয়ে শনিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও নেমেছে।
আরও পড়ুন- বাংলায় একধাক্কায় অনেকটা কমল দৈনিক করোনা সংক্রমণ, পজিটিভি রেট ১-এর নীচে
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। তবে শীত এবার বিদায়ের মুখে। অন্তত এমনই মনে করছেন আবহাওয়াবিদরা। কাল থেকেই আবহাওয়ায় বদল চোখে পড়বে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকেই মেঘে ঢাকবে আকাশ। ঝাড়খণ্ডে তৈরি ঘূর্ণাবর্তের জেরে রবি ও সোমবার কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, বৃষ্টির হাত ধরেই রাজ্য থেকে এবারের মতো শীতের বিদায় পর্বের শুরু। রবিবারের পর থেকেই একটু একটু করে বড়বে তাপমাত্রা।