Advertisment

Kolkata Weather Today: আজ থেকেই দুরন্ত বদল আবহাওয়ায়! ক'দিনেই অসহনীয় গরম? ঝেঁপে বৃষ্টি কোন কোন জেলায়?

IMD Weather Forecast Update: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মরশুমে কয়েকটি স্পেলে দাপট দেখিয়েছে শীত। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিক ঠান্ডাই ছিল। যদিও এবার শীতের বিদায়ের পালা গোটা রাজ্য থেকেই। ঠান্ডা যেমন ধীরে ধীরে বঙ্গে পাড়ি জমিয়েছিল, গরমের বেলায় কিন্তু পরিস্থিতি পুরো ভিন্ন হতে চলেছে। দিন কয়েকেই ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি তৈরির আশঙ্কা বাড়ছে। যদিও এরই মধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনাও।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

IMD Weather Update Today February 19: এবারের মতো বিদায়ের পথে শীত (Winter)। এবার থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। সকাল-সন্ধে শীতের আমজ থাকলেও দিনে মিলবে উষ্ণতার পরশ। যদিও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার আমেজ আরও কয়েকদিন থাকতে পারে। এদিকে, ফের একবার বৃষ্টির (Rainfall) সম্ভাবনা তৈরি হয়েছে একাধিক জেলায়। এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

এমরশুমে শীতের মারকাটারি আমেজ না মিললেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েকটি স্পেলে দাপট দেখিয়েছে শীত। উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিক ঠান্ডাই ছিল। তবে এবার শীতের বিদায়ের পালা গোটা রাজ্য থেকেই। ঠান্ডা যেমন ধীরে ধীরে বঙ্গে পাড়ি জমিয়েছিল, গরমের বেলায় কিন্তু পরিস্থিতি পুরো উল্টো হতে চলেছে। দিন কয়েকেই ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি তৈরির আশঙ্কা বাড়ছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার থেকেই বঙ্গে আবহাওয়ার বদলটা চোখে পড়বে। সকাল-সন্ধে শীতের আমেজ থাকলেও দিনে থাকবে উষ্ণতার পরশ। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ আরও কয়েকদিন থাকবে। তবে বাকি জেলাগুলি থেকে শীতের বিদায়পর্ব শুরু হয়ে গিয়েছে। এদিকে ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী বুধ ও বৃহস্পতিবার বীরভূম ও নদিয়া, মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন- জীবনের কঠিন লড়াই জিততে মরিয়া ঈশিতা! মূক-বধির মেয়েটির দুরন্ত এগল্প প্রেরণা দেবে

কলকাতার ওয়েদার আপডেট…(Kolkata Weather Update)

তিলোত্তমা মহানগরী থেকেও বিদায়ের পথে শীত। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এবার কলকাতা শহরের তাপমাত্রাও বাড়তে থাকবে। এখনই গরমে অসহনীয় পরিস্থিতি তৈরি হবে না। শহরে সকাল-সন্ধে আরও দিন কয়েক শীতের হালকা আমেজ থাকবে। কলকাতায় (Kolkata) আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…

উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে মনোরম আবহাওয়া রয়েছে। তবে ফের একবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পঙে (Kalimpong) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে ওই দুই জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও দিন কয়েক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Kolkata Weather Weather Report weather today Weather Forecast
Advertisment