Advertisment

আরও নামবে পারদ, এবার থিতু হবে শীত? কী জানাল আবহাওয়া দফতর?

আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও নেমে যেতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal kolkata Weather Update 29 january 2022

নামছে পারদ, জাঁকিয়ে শীত রাজ্যে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতেই ফের একবার শীতের জোরালো ব্যাটিং বঙ্গে। দিন দু'য়েকের পর আজ বুধবারও শীতের ভরপুর আমেজ রাজ্যে। ক্রমেই নামছে পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও নেমে যেতে পারে। এবার থিতু হবে শীত? সেই সম্ভাবনা শোনাল না আবহাওয়া দফতর। ফের একবার শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।

Advertisment

রাজ্যজুড়ে শীতের আমেজ ক্রমেই জোরালো হচ্ছে। আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আগামী কয়েকদিনে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

সকালের দিকে বেশ কয়েকটি জেলায় কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়তেই সরবে কুয়াশার চাদর। তাপমাত্রা কমায় শীতের আজে হবে জোরালো। শহর কলকাতার পাশাপাশি পারদ পতনের সম্ভাবনা জেলাগুলিতে।

আরও নামবে পারদ- ১০ হাজারের গণ্ডি ছাড়াল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ! নিম্নমুখী পজিটিভিটি গ্রাফ

ঝঞ্ঝা-নিম্নচাপের গেরো কাটিয়ে এবার থিতু হবে শীত? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত দিন দুয়েক বঙ্গে এই আবহাওয়া স্থায়ী হবে। ২০ জানুয়ারির পর থেকে ফের একবার আবহাওয়ার পরিস্থিতিতে বদল আসার সম্ভাবনা প্রবল। আগামী ২১ জানুয়ারি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে হতে পারে হালকা বৃষ্টি।

২২ জানুয়ারিও উপকূলের দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং, আর দিন দুয়েক পর থেকেই ফের একবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির হাত ধরেই শীতের দাপট ফিকে হবে।

weather update West Bengal Weather Forecast weather
Advertisment