বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। এখনও পর্যন্ত আবহাওয়ার যা পরিস্থিতি তাতে আগামিকালই ঘূর্ণাবর্তটির নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। পুজোর মুখে আবহাওয়ার এই পূর্বাভাসে চিন্তার ভাঁজ উদ্যেক্তাদের কপালে।
ফের নিম্নচাপে চোখরাঙানি। মহালয়ার আগে ফের এক দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে। মঙ্গলবারই সেই ঘূর্ণাবর্তটির নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নিলে তার প্রভাবে ব্যাপক বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের জেরে ওড়িশার উপকূলের জেলাগুলিতে মুষলধারে বৃষ্টি চলবে। একইভাবে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা এরাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও।
আরও পড়ুন- সতীপীঠের দেবী বর্গভীমা, দুর্গাপুজোয় দেবী রূপ ধরেন রাজরাজেশ্বরীর, বদলায় পুজোর আচার
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগান্তি বাড়াবে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামিকাল থেকে উপকূলের জেলাগুলিতে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দুই দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরেও। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামের একাংশেও।
এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। আগামিকালও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তবে বুধবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। পার্বত্য এলাকার জেলাগুলিতে বৃষ্টির প্রভাব থাকবে বেশি।