বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার বেশ খানিকটা নেমে গেল কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা। শীতের অনুভূতি শহর কলকাতা-সহ জেলাগুলিতেও। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বেশি। আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা প্রবল।
গুটি গুটি পায়ে বঙ্গে পাড়ি জমাচ্ছে শীত। গতকালের চেয়ে আজ আরও খানিকটা নেমে গেল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী কয়েকদিনে ঠান্ডার দাপট আরও বাড়তে পারে। বঙ্গে জাঁকিয়ে শীত কবে থেকে? এখনও পর্যন্ত আবহাওয়ার গতি-প্রকতৃতি দেখে আবহাওয়াবিদদের একাংশের অনুমান, আগামী ১৫ ডিসেম্বেরের পর থেকে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- শেরশাহর যুগের পুজো, জাগ্রত দেবীর কাছে কামনা পূরণে দূর থেকে আসেন ভক্তরা
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এক ধাক্কায় শহর থেকে জেলা সব জায়গাতেই পারদ অনেকটা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে জোরালো ঠান্ডার অনুভূতি মিলতে পারে রাজ্যজুড়ে। এই মুহূর্তে রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকার ক্ষেত্রে বাধা নেই। উত্তুরে হাওয়ার হাত ধরেই পারদ আগামী কয়েকদিনে আরও খানিকটা নেমে যেতে পারে। যার জেরে রাজ্যের সর্বত্র শীতের অনুভূতি মিলবে।
যদিও এখনও রাজ্যে পুরোপুরি শীত পড়েনি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রাতের দিকে তাপমাত্রা বেড়ে যাওয়ায় শীতের অনুভূতি ঠিকঠাক মিলছে না। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে বঙ্গোপাসগরে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ার জেরে আবহাওয়ার এই পালাবদল। তবে এই পরিস্থিতি স্থায়ী হবে না। কয়েকদিনের মধ্যেই আবহাওয়ার পরিস্থিতির আমূল বদল ঘটবে। কমতে শুরু করবে সর্বনিম্ন তাপমাত্রা।