আবারও ঠান্ডার ভরপুর মেজাজ রাজ্যের সর্বত্র। ভোর থেকেই শীতের আমেজ শহর থেকে জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাসই হল সত্যি। তবে কি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ফের চার-ছক্কা হাঁকাতে শুরু করবে ঠান্ডা? আবহাওয়াবিদরা অবশ্য সেই প্রতিশ্রুতি দিচ্ছেন না। তাঁদের মতে, শীতের এই স্পেল ছোট্ট। মেরেকেটে চার থেকে পাঁচদিন ঠান্ডার এই মেজাজ থাকবে রাজ্যজুড়ে। বৃহস্পতিবার পনেরো ডিগ্রির আশপাশে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।
চলতি শীতের মরশুমে দিন কয়েক হাড়কাঁপানো ঠান্ডার সাক্ষী থেকেছে বাংলা। উত্তরের দার্জিলিঙের তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়েছে পশ্চিমের জেলা পুরুলিয়া। সাত ডিগ্রিতে নেমে গিয়েছিল রাঢ়বঙ্গের ওই জেলার সর্বনিম্ন তাপমাত্রামার পারদ। গোটা রাজ্যেই দিন কয়েক জাঁকিয়ে শীত ছিল। তবে পৌষ সংক্রান্তির আগে থেকেই শীতের কামড় বঙ্গ থেকে উধাও হয়।
আরও পড়ুন- চা থেকে মোমো-ফুচকা, কখনও তরকারি রান্না, বারেবারে জনসংযোগে হাঁকিয়ে ‘ছক্কা’ মমতার
গত দশ বছরে এবারই এত উষ্ণ পৌষ সংক্রান্তি কেটেছে বঙ্গবাসীর। ভরা মাঘেও হাড়কাঁপানো ঠান্ডার স্বাদ পায়নি রাজ্যবাসী। সম্ভবত এমন উষ্ণ আবহাওয়ায় শেষ কবে সরস্বতী পুজো কেটেছিল তাও অনেকেই মনে করতে পারছিলেন না। তবে হাওয়া অফিস আগেই জানিয়েছিল, দিন কয়েকেই শীতের ছোট্ট স্পেল শুরু হবে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, শীতের এই শেষ স্পেলের শুরুটা হয়ে গিয়েছে। আপাতত আরও চার থেকে পাঁচ দিন এমনই হালকা ঠান্ডা থাকবে রাজ্যের সর্বত্র। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।