IMD Weather Update Today February 2: বৃহস্পতিবারও শহর কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। একইসঙ্গে বেড়েছে তাপমাত্রাও। শীতের কামড় বেশ আলগা ঠেকছে এখন। এদিকে, বৃহস্পতিবারের পর শুক্রবারেও পরিস্থিতি একই থাকবে দিনভর। আজ ভোররাতেও একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দুর্যোগের এই পর্ব চলবে কতদিন?
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…
দক্ষিণবঙ্গের সব জেলাতেই মেঘলা আকাশ। বৃহস্পতিবার ভোররাতে বেশ কয়েকটি জেলায় জোরদার বৃষ্টি (Rainfall) হয়েছে। আজ দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা (Rainfall Forecast) রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ শহর কলকাতা (Kolkata Weather) ছাড়াও দুই ২৪ পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পর্বে শনিবার পর্যন্ত এই পরিস্থিতি চলবে। ওই দিন থেকেই আবহাওয়ায় (Weather) বদলের ইঙ্গিত রয়েছে। যদিও নতুন করে ঠান্ডা পড়ার সম্ভাবনা আর নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
কলকাতার ওয়েদার আপডেট (Kolkata Weather)…
বৃহস্পতিবারেও শহর কলকাতায় বৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে মহানগরীর আকাশ মেঘলা। আজও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ বিকেলের দিক থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামী শনিবার থেকে কলকাতায় আবহাওয়ায় বদল আসতে পারে। তবে নতুন করে এবার আর শীত (Winter) পড়বে না বলেই ধারণা করছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন- Kabir Suman: মমতাকে দেখেই আবদার, কী খেতে চেয়ে নাছোড় ‘গানওয়ালা’ কবীর সুমন?
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে কুয়াশার দাপট জারি থাবে। প্রায় সব জেলাতেই শুক্রবার ঘন কুয়াশা (Fog) থাকবে। এদিকে, উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) ও কালিম্পঙে (Kalimpong) শুক্রবার শিলাবৃষ্টি হতে পারে। একইসঙ্গে দার্জিলিঙের উঁচু এলাকাগুলিতে রয়েছে তুষারপাতের সম্ভাবনাও।