Weather Update: ডিসেম্বরের পর এবার জানুয়ারিতেও শীতের লম্বা স্পেল পেতে পারে বাংলা। গত ডিসেম্বর মাসে টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে ঠান্ডার স্পেল চলেছিল গোটা রাজ্যে। তবে ২২ ডিসেম্বরের পর থেকেই তাপমাত্রা একটু একটু করে বাড়তে শুরু করে। বড়দিন থেকে শুরু করে বর্ষবিদায়-বর্ষবরণের সময়েও জাঁকিয়ে শীত ছিল অধরা। তবে এবার বোধ হয় আবহাওয়ায় বড় বদল আসতে চলেছে।
ফের একবার নতুন করে পারদ পতনের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ১০ জানুয়ারির পর থেকে তাপমাত্রা নামতে পারে। জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি মিলতে পারে জেলায়-জেলায়। তবে এরই মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- শিশিরকে প্রণামের ‘কঠিন মাশুল’! দল যে এতদূর যাবে ভাবেননি কাঁথির তৃণমূল পুরপ্রধান
আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও দুই বর্ধমানে। মুর্শিদাবাদ-নদিয়াতেও হালকা বৃষ্টি হতে পারে।
বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলগুলিতেও। সেই সঙ্গে আগামী দিন চারেক দার্জিলিঙে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আগামী কয়েকদিন ঠান্ডার ভালোমতো দাপট থাকবে।