Bengal Weather Update: বিক্ষিপ্ত বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি তুঙ্গে। রবিবার দিনভর এমনই থাকবে আবহাওয়া। সপ্তাহের শুরুর দিনে অর্থাৎ সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই মনে করছে হাওয়া অফিস। তবে মঙ্গলবার থেকে ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভোগান্তি বাড়ছে। আরও দিন দু'য়েক এই পরিস্থিতি থেকে পরিত্রাণের সম্ভাবনা নেই বললেই চলে। তবে আগামী মঙ্গলবার থেক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ায় বড়সড় বদল চোখে পড়তে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামী বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কলকতায় দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে।
আরও পড়ুন- বড় পদক্ষেপ! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে কাকে বেছে নিলেন রাজ্যপাল?
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় আগামিকাল অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ফিরহাদের সংসারে অশান্তি! কংগ্রেসের হাত ধরলেন মেয়রের জামাই
আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামিকাল সোমবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামী মঙ্গলবার এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।