আজ থেকেই বদল আবহাওয়ায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে ছুটির রবিবারে আজ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা প্রবল। ঘূর্ণাবর্তের জেরে ফাল্গুন মাসেও বৃষ্টি পিছু ছাড়ছে না বাঙালির। আর এই বৃষ্টির হাত ধরেই বিদায়ের পথ শীত। দুয়ারে বসন্ত।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনার পাশাপাশি দুই মেদিনীপুরে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও হাওড়া ও হুগলির বিভিন্ন অংশে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমবেশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টি হতে পারে। রবিবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে।
আরও পড়ুন- রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ৩০০-র নীচে, কমল মৃত্যুও
মেঘাচ্ছন্ন আকাশের হাত ধরেই ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি কম। রবিবার দিনভর রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
তবে সোমবার থেকেই পরিস্থিতির বদল হবে। সোমবার সকালে অবশ্য কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়ার বদল চোখে পড়বে দুপুরের পর থেকে। পরিস্কার আকাশে ফের খেলবে রোদ। তবে আকাশ পরিস্কার হলেও তবে নতুন করে পরদ পতনের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।