আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে সপ্তাহের প্রথম দিন থেকেই বাড়তে শুরু করল তাপমাত্রা। দিন যত এগোবে এবার তাপমাত্রার পারদ ধীরে ধীরে চড়তেই থাকবে। অল্প কয়েকদিনের মধ্যেই শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে চলে যেতে পারে। মোটের উপর বিদায় নিয়েছে শীত। নতুন করে পারদ পতনের সম্ভাবনা নেই। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনাও দেখতে পাচ্ছেন না আবহওয়াবিদরা। তবে উত্তরবঙ্গের দুই জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এবারের মতো শীত বিদায় নিয়েছে বলাই যায়। নতুন করে তাপমাত্রা কমার আর কোনও সম্ভাবনা নেই। তবে আগামী বুধবার পর্যন্ত ভোর-সন্ধের দিকে শীতের হালকা আমেজ থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুন- সকালে উত্তর, সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল নেতাকে গুলি, নিহত বুথ প্রেসিডেন্ট
তবে বেলার দিকে রোদের তেজ বাড়লে গরমের অনুভূতিও থাকবে। আপাতত দিন চার-পাঁচেক জেলাগুলিতে ভোর-সন্ধেয় শীতের আমেজ থাকলেও তারপর থেকে তা উধাও হবে। শহর কলকাতাতেও আবহাওয়ার এই একই পরিস্থিতি দেখা যায়ে। আগামী কয়েকদিন কলকাতায় ভোর-সন্ধেয় মনোরম আবহাওয়া থাকবে।
দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের দুই জেলায়। দার্জিলিং এবং কালিম্পং জেলার বেশ কয়েকটি অংশে আজ সোমবার এবং আগামিকাল মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস মেলেনি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই একটু একটু করে তাপমাত্রা বাড়তে শুরু করবে।