Bengal Weather Update: এই পর্বে শীতের লম্বা স্পেল পেল বাংলা। উত্তরবঙ্গের জেলাগুলি তো বটেই একটানা প্রায় দু'সপ্তাহ জমিয়ে শীতযাপন দক্ষিণবঙ্গের বাসিন্দাদেরও। তবে কাল থেকেই আবহাওয়ায় বদল আসবে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে সপ্তাহান্তে উষ্ণ হবে আবহাওয়া। পারদ খানিকটা চড়ায় শীতের অনুভূতি কমবে। অর্থাৎ, এবার বড়দিনে জমিয়ে শীতের পরশ মিলবে না। শীতের জোরালো কামব্যাক ফের কবে থেকে? জেনে নিন আবহাওয়ার বিস্তারিত আপডেট।
এই পর্বে আগামিকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে শীতের জোরালো স্পেল চলবে। তবে হাওয়া বদল কাল বিকেল থেকেই। সৌজন্যে পশ্চিমী ঝঞ্ঝা। তারই জেরে বাধাপ্রাপ্ত হবে উত্তর পশ্চিম ভরত থেকে ঢোকা ঠান্ডা হাওয়া। একটু হলেও পারদ থাকবে ঊর্ধ্বমুখী।
দক্ষিণবঙ্গের ওয়েদার আপডেট…
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ শুক্রবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন চোখে পড়বে। শনি ও রবিবার তাপমাত্রা বাড়বে। অর্থাৎ এবছর বড়দিন গতবারের তুলনায় খানিকটা হলেও উষ্ণ থাকবে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আজ ও কাল সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার আশেপাশে থাকবে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন- গঙ্গাসাগরের মাটি ছুঁয়ে ইতিহাস ‘পঁয়ষট্টির তরুণের’! মহৎ লক্ষ্যে অকল্পনীয় কীর্তির প্রশংসা সর্বত্র
কলকাতা
গত কয়েকদিন শীতের পরশ গায়ে মেখেই ঘুম ভাঙবে কলকাতাবাসীর। শুক্রবার পর্যন্ত শহর কলকাতায় মোটের উপর আবহাওয়া একই থাকবে। তবে কাল বিকেল থেকে মহানগরীতেও আবহাওয়ার বদলটা চোখে পড়বে। শনি ও রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বেড়ে যাবে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
উত্তরবঙ্গের জেলাগুলিতেও এমনিতেই ঠান্ডার ভালোমতো রেশ রয়েছে। ব্যাপক শীতে জমিয়ে পাহাড় বেড়াচ্ছেন পর্যটকরা। আগামী কয়েকদিন মোটের উপর উত্তরবঙ্গের সব জেলারই সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ নড়চড় হবে না। তবে দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙের পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ারে কুয়াশার দাপট চোখে পড়বে।