পশ্চিমী ঝঞ্ঝার জেরে আজ থেকেই আবহাওয়ার বদল। আজ রাত থেকেই ধীরে ধীরে নামতে শুরু করবে রাতের তাপমাত্রা। ফিকে হবে শীতের আমেজ। আগামী কয়েকদিন আবহাওয়ার বিশেষ হেরফের হবে না। তবে ২৬ জানুয়ারির পর থেকে ফের একবার পারদ পতনের সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১৩ ডিগ্রির নীচে।
পশ্চিমী ঝঞ্ঝা, নিম্নচাপের গেরোয় বারবার বাধাপ্রাপ্ত হয়েছে শীত। রাজ্যে ঢোকার মুখে বাধা পেয়েছে উত্তুরে হাওয়া। ডিসেম্বরের এক-দু'দিন ও গত কয়েকদিন বাদ দিলে চলতি বছরে হাড়কাঁপানো ঠান্ডা অধরাই থেকে গিয়েছে। গত কয়েকদিন ধরে শহর কলকাত-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঠান্ডার দাপট ছিল জোরালো। তবে সেই ঠান্ডার রেশও আজ থেকেই কমার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ থেকেই রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে। কমবে শীতের আমেজ।
আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা বাড়বে। তবে ২৬ জানুয়ারি থেকে ফের আবহওয়ার বদল। রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। দিন কয়েকের মধ্যেই ১৩ ডিগ্রির নীচে নেমে যেতে পারে পারদ। সেক্ষেত্রে ফের একবার হাড়কাঁপানো শীতের স্বাদ পেতে পারেন বঙ্গবাসী।
আরও পড়ুন- কমলেও বাংলায় সংক্রমণের হার ১০ হাজারের বেশিই, নিম্নমুখী অ্যাকটিভ কেস
এদিকে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার থেকেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহর কলকাতা-সহ দুই ২৪ পরগনা ও হাওড়ায় শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৩ ও ২৪ জানুয়ারি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে।
২৫ তারিখ থেকে পরিস্কার হবে আকাশ। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আগামিকাল থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতেও। ২৪ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।