ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলায় আজও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। আজও দিনভর মেঘলা আকাশ। কোনও কোনও জেলায় হতে পারে শিলাবৃষ্টিও। শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী বুধবার পর্যন্ত চলবে হালকা-মাঝারি বৃষ্টি, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
শীত কেড়েছে ঝঞ্ঝা। ভরা মাঘের অকাল বৃষ্টিতে আবহাওয়ার দফারফা। শীতপ্রেমী বাঙালির হাড়কাঁপানো ঠাণ্ডাজাপন এখনও প্রায় অধরাই। ডিসেম্বরের কয়েকটি দিন বাদ দিলে চলতি শীতে জাঁকিয়ে ঠাণ্ডার স্বাদ পায়নি বাঙালি। আবহাওয়াবিদদের ধারণা ছিল জানুয়ারির শুরু থেকে হু হু করে নামতে পারে পারদ। যদিও পশ্চিমী ঝঞ্ঝা সেই পথেও বাধা হয়ে দাঁড়িয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ও বাংলাদেশে তৈরি ঘূর্ণাবর্তের জেরে সোমবারও দিনভর থাকবে মেঘলা আকাশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা-মাঝারি বৃষ্টি চলবে। নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে শিলা বৃষ্টিরও সম্ভবানা রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে।
আরও পড়ুন- একধাক্কায় সাত হাজারের নীচে দৈনিক সংক্রমণ, বঙ্গে চিন্তা বাড়াচ্ছে মৃত্যু
তবে বুধবারের পর থেকে ফের নামতে শুরু করবে পারদ। রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমে যাওয়ার শীতের অনুভূতি ফের একবার জোরালো হবে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী বুধবার পর্যবন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দার্জিলিংয়ের বেশ কয়েকটি এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।