Advertisment

Kolkata Weather Today: হাড়কাঁপানো ঠান্ডা গায়েব! কলকাতায় একলাফে বাড়ল তাপমাত্রা, শীতের বিদায় কি আসন্ন?

IMD Weather Forecast Update: তবে আগামী শুক্রবার পর্যন্ত ঠান্ডার এই পরিবেশ থাকবে বলে জানা গিয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, শুধু কলকাতা নয়, আগামী শুক্রবার পর্যন্ত আপাতত গোটা রাজ্যেই শীতের এমন প্রবল দাপট দেখা যাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: শীতের কলকাতা। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

IMD Weather Update Today January 24: মঙ্গলবারই ছিল কলকাতায় মরশুমের শীতলতম দিন (Coldest Day)। এক ধাক্কায় তাপমাত্রা নেমেছিল ১১ ডিগ্রির ঘরে। কিন্তু বুধবারই ফের একলাফে অনেকটাই বাড়ল তাপমাত্রা। বুধে শহরের তাপমাত্রা বেড়ে হল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশি। জানুয়ারির শেষে মাঘের শীতের কামড়ে কাবু হয়েছিল মহানগর। আবার পারদ ঊর্ধ্বমুখী শহরে। তবে কি শীতের বিদায় আসন্ন?

Advertisment

কলকাতার তাপমাত্রা কত (Kolkata Temperature)

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। সোমবার থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে কলকাতায়। উত্তুরে হাওয়া রীতিমতো কাঁপুনি ধরাচ্ছে তিলোত্তমা মহানগরীর অলি-গলিতে। কিন্তু বুধবার তা বেড়ে হল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন থেকে আবার বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের তাপমাত্রা (North Bengal Weather)

উত্তরের জেলাগুলিতে কুয়াশার দাপট অব্যাহত। বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সিকিমে (Sikkim) তুষারপাতের (Snowfall) সম্ভাবনা রয়েছে। যার ব্যাপক প্রভাব পড়বে দার্জিলিং-সহ (Darjeeling) পাহাড়ের বাকি অঞ্চলে। উঁচু পার্বত্য এলাকায় হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হবে।

আরও পড়ুন Kolkata Weather Today: ঠান্ডা হাড় কাঁপাচ্ছে কলকাতায়! তবে কি শীতের বিদায় আসন্ন? জানুন টাটকা আপডেট

এদিকে, কলকাতায় জানুয়ারির শেষেও শীতের জোরালো দাপট। তবে কি শীত এমন ভয়াল মেজাজ দেখিয়ে ধীরে ধীরে হাত গোটাচ্ছে? এপ্রশ্নের তেমন স্পষ্ট উত্তর দিতে পারেনি আবহাওয়া দফতর। তবে আগামী শুক্রবার পর্যন্ত ঠান্ডার এই পরিবেশ থাকবে বলে জানা গিয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, শুধু কলকাতা নয়, আগামী শুক্রবার পর্যন্ত আপাতত গোটা রাজ্যেই শীতের এমন প্রবল দাপট দেখা যাবে।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা (South Bengal Weather)

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের দুই জেলা এবং দক্ষিণে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

weather update weather today West Bengal Weather Forecast West Bengal Weather Today Kolkata Weather
Advertisment