Advertisment

এমরশুমের সবচেয়ে শীতলতম দিন আজ, দিন কয়েকেই হাড় কাঁপাবে ঠান্ডা?

নভেম্বরের শেষের দিকে রেকর্ড পারদ পতন শহর কলকাতায়।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal kolkata weather update 24 november 2022

এক ধাক্কায় বেশ খানিকটা নেমে গেল সর্বনিম্ন তাপমাত্রার পারদ।

রেকর্ড পারদ পতন শহর কলকাতায়। নভেম্বরেই ১৬ ডিগ্রির ঘরে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। পরিসংখ্যান বলছে, আজই এমরশুমের সবচেয়ে শীতলতম দিন। নভেম্বরের শেষ দিকের পরপর কয়েকদিন পারদ নিম্নমুখী কলকাতায়। আবহাওয়ার এই পরিস্থিতিতে এবার শীত নিয়ে আশার আলো দেখছেন আবহাওয়াবিদরা।

Advertisment

জাঁকিয়ে শীত কি দুয়ারেই? এপ্রশ্নের পাকাপাকি উত্তর এখনও স্পষ্ট না হলেও ইঙ্গিতটা কিন্তু বেশ জোরালো। বৃহস্পতিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে হয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, নভেম্বরের শেষ সপ্তাহে উত্তুরে হাওয়া ধীরে ধীরে দাপট আরও বাড়াবে। আর তারই হাত ধরে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা আরও খানিকটা নেমে যেতে পারে। সব মিলিয়ে নভেম্বর শেষেই শীতের দাপুটে মেজাজ অনুভূত হতে পারে রাজ্যজুড়ে।

কলকাতার পাশাপাশি ঠান্ডা বাড়ছে জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আরও খানিকটা কমে যেতে পারে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূমে আগামী কয়েকদিনে ঠান্ডার রেশ আরও বাড়বে। কোথাও কোথাও দুই ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রার পারদ।

আরও পড়ুন- দুর্নীতির শেষ দেখে ছাড়বে কোর্ট! তলব শিক্ষাসচিবকে, হাজিরা রুখতে রাতেই ডিভিশন বেঞ্চে রাজ্য

আজ আসানসোলের তাপমাত্রা নেমে গিয়েছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, বাঁকুড়ার তাপমাত্রা কমে হয়েছে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, একইভাবে বর্ধমানের তাপমাত্রা কমে ১৬ ডিগ্রি। হু হু ঠান্ডায় কাঁপছে পাহাড়নগরী দার্জিলিং। আজ উত্তরের এই জেলার তাপমাত্রা কমে ৮.২ ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে নভেম্বরের শেষ দিকে হু হু করে নামছে পারদ।

তাপমাত্রার এই পতনে এবার কিন্তু শীত নিয়ে আশার আলো দেখছেন আবহাওয়াবিদদের একাংশ। তবে কি এবার ডিসেম্বরের শুরু থেকেই হাড় কাঁপানো শীতের অনুভূতি আসতে চলেছে? যদিও এব্যাপারে স্পষ্ট করে এখনও কিছু জানাতে চাইছেন না আবহাওয়াবিদরা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এবার ক্রমশ উত্তুরে হাওয়ার দাপট আরও বাড়বে রাজ্যজুড়েই। তারই হাত ধরে আরও নামবে পারদ। ভোরের দিকে ও সন্ধে নামলেই ঠান্ডার মেজাজ থাকবে রাজ্যজুড়ে।

kolkata news West Bengal Weather Report winter weather today
Advertisment