Advertisment

Kolkata Weather Today: আজও তেড়ে বৃষ্টি এই জেলাগুলিতে! দুর্যোগ মিটলেই জ্বালাপোড়া গরমে ছারখার হবে বাংলা?

IMD Weather Forecast Update: দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে শীত বিদায় নিলেও ঠান্ডার পরশ এখনও কমেনি। দুর্যোগের হাত ধরে এখনও সকালের দিকে শীত-শীত ভাব রয়ে গিয়েছে জেলায়-জেলায়। শীতের ভরা মরশুমে এবার দফায় দফায় বৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভরা শীতে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি চলেছে। এবার ফেব্রুয়ারির শেষ দিকে ফের একবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। যদিও দুর্যোগের এই পালা শুরু হয়েছে গত পরশু থেকেই। আজ রবিবারেও রাজ্যের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দুর্যোগ চলবে আর কতদিন? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

IMD Weather Update Today February 25: শনিবারের পর রবিবারেও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Rain) হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়ার (Weather) এই পরিস্থিতি চলবে আর কতদিন? দুর্যোগের পালা চুকলেই ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে? এসব নিয়েই রইল আজকের আবহাওয়ার আপডেট (Weather Update)।

Advertisment

ফের একবার দুর্যোগের পরিস্থিতি জেলায়-জেলায়। গত কয়েকদিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে কয়েক দফায়। শনিবারেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। আজ রবিবারেও পরিস্থিতর বিশেষ বদল হবে না। এই পর্বে আগামী মঙ্গলবার পর্যন্ত দুর্যোগ চলতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ রবিরার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে মেঘলা আকাশ জেলায়-জেলায়। তবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে আজ বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। যদিও আজ দুই মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সোমবার পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটের উপর আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে কম-বেশি বৃষ্টি চলতে পারে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।

আরও পড়ুন- Digha: এবার দিঘায় রাম মন্দির? যুগান্তকারী তৎপরতার তুমুল চর্চা!

কলকাতার ওয়েদার আপডেট…

শহর কলকাতাতেও (Kolkata) রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এদিন হালকা বৃষ্টি হতে পারে তিলোত্তমা মহানগরীতে। এদিন সকালের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলা বড়লে তা খানিকটা বাড়তে পারে।

আরও পড়ুন- PM Modi to visit West Bengal: খেলা ঘোরাতে তৈরি ‘মাস্টারপ্ল্যান’! লোকসভায় তৃণমূলকে ‘ঘোল’ খাওয়াতে আগুনে ঝাঁঝ নিয়ে আসছেন মোদী

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…

আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও (North Bengal)। তবে রবিবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পঙে (Kalimpong) হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। উত্তরবঙ্গের সব জেলাতেই এবার তাপমাত্রার পারদ একটু একটু করে বাড়তে থাকবে। তবে এই মুহূর্তে উত্তরবঙ্গ জুড়ে মনোরম আবহাওয়া। দেদার মজায় জমিয়ে পাহাড় বেড়াচ্ছে পর্যটকের (Tourists) দল।

Weather Report weather today Rainfall in Bengal Weather Forecast Kolkata Weather
Advertisment